নিজস্ব সংবাদদাতা, মালদা — পুজোর মুখে জল যন্ত্রনায় ভুগছেন গ্রামবাসী। পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রামপঞ্চায়েতর মোহনবাগান ও সাতমাইল এলাকার বাসিন্দারা পুজোর আগেই জলজন্তুনা থেকে মুক্তি চাইছে এলাকাবাসী। প্রায় এক মাস হতে চলছে নিকাশি অভাবে জল জমে রয়েছে বাড়ি সহ পুরো রাস্তা যার ফলে নৌকা একমাত্র ভরসা চলাচলের।পুজো আসতে হাত আর একদিন, জল নিকাশি না হলে পুজোতে কি ভাবে কি করবেন ভাবতে পারছেন না মোহনবাগান ও সাতমাইল এলাকার বাসিন্দারা।গ্রামবাসী জানান জল নিকাশ নালা নেই যার ফলে রাস্তায় জল জমে আছে বার বার পঞ্চায়েতকে জানিও কোন সুরাহা হয়নি। এবিষয়ে মুচিয়া অঞ্চলের প্রধান জানিয়েছেন ওই এলাকা আমরা গিয়েছিলাম,আমারো খুব খারাপ লাগছে জল জমে আছে জল নিকাশি জন্য আমাদের ফান্ডে এতোটা অর্থ নেই যতটা দরকার। দেখা যাক অন্য কোন ভাবে জল নিকাশি ব্যাবস্থা করা যায় কিনা।আর এখন পর্যন্ত এলাকায় মাটি ভরাট নিয়ে কোন অভিযোগ আসেনি আসলে তার ব্যাবস্থা নেওয়া হবে।