দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র একটা দিন। তারপরই শুরু হয়ে যাবে পুজো। পুজোর আনন্দে মেতে উঠবেন সবাই। পুজোর গন্ধ এখন সব প্রান্তেই। দুর্গা পুজো উপলক্ষে রাজ্যের বিদ্যালয়গুলো আজ থেকে ছুটি হয়ে গেল। তাই বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইন্সটিটিউশনের উদ্যোগে স্কুলের কচিকাঁচাদের নিয়ে প্রাক্ শারদীয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিদ্যালয়ও আজ থেকে প্রায় একমাস ছুটি হয়ে গেল। তাই স্কুলের কচিকাঁচাদের মনে আনন্দ ও মুখে হাসি ফোটাতেই স্কুলের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক তথা সত্যানন্দ ইন্সটিটিউশনের সম্পাদক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সত্যানন্দ ইন্সটিটিউশনের সহ সম্পাদক মহাদ্রুপানন্দ মহারাজ, বিদ্যালয়ের প্রিন্সিপাল দীপক পৈতণ্ডি সহ স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা। স্কুলের নৃত্য শিক্ষিকা পাপিয়া রুজ কর্মকারের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য, সঙ্গীত, কবিতা, আবৃত্তিতে অংশ নেয়। এদিন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সত্যানন্দ ইন্সটিটিউশনের শিক্ষিকা তথা বিশিষ্ট নাট্য শিল্পী সুমনা চক্রবর্তী।