দুর্গাপুজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা দুবরাজপুরে।

0
229

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ মহাপঞ্চমী। আজ থেকেই ঢাকে কাঠি পড়তে শুরু হয়ে গেল। পুজোর গন্ধ এখন সর্বত্রই। তাই দুর্গা পুজো উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়া ও ডাকবাংলোপাড়া পুজো কমিটির উদ্যোগে কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন দুবরাজপুর শহরের শতাধিক কচিকাঁচা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল যেমন খুশি আঁকো। তিনটি বিভাগে এই প্রতিযোগিতা হয়। তিনটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে বলে জানান দাসপাড়া ও ডাকবাংলো পাড়া পুজো কমিটির পক্ষে গোপাল দত্ত। তিনি জানান, এখনকার কচিকাঁচারা মোবাইলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। পড়াশুনা, খেলাধূলা বা আঁকা আঁকির দিকে মন সেরকম নাই। তাই তাদের উৎসাহিত করতে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। পাশাপাশি তাঁদের মানসিক বিকাশের লক্ষ্যে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন।