দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর পৌরশহরে অন্যতম নজরকাড়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয় পথিকৃৎ ময়দানে। আগামীকাল মহাষষ্ঠীর শুভক্ষণে এই পুজোর উদ্বোধন করা হবে। তাই শেষ মুহুর্তের কাজ চলছে জোরকদমে। পথিকৃৎ ক্লাবের এই পুজো এবার ৪২ বছরে পা রাখল। এবারে পথিকৃৎ ক্লাবের পুজোয় উপস্থিত থাকবেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ পাণ্ডুরঙ্গ সায়ন্ত, বীরভূমের ভূমিপুত্র তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় সহ শহরের বিশিষ্টজনেরা। পথিকৃৎ ক্লাবের পুজো কমিটির সহ সম্পাদক দীপক কুমার মুখার্জী জানান, এই পুজো দুবরাজপুরের কাছারিপাড়ায় প্রথম শুরু হয়েছিল পরাধীন ভারতে। ১৯৮১ সালের পর থেকে আমরা পথিকৃৎ ক্লাবের ময়দানে এই পুজো করে আসছি। বর্তমান যুগে পুজোয় থিমের চমক রয়েছে। কিন্তু আমরা সাবেকিয়ানায় বিশ্বাসী। আমরা খুব আনন্দিত যে আমাদের পথিকৃৎ ক্লাবের পুজোয় আসছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ পাণ্ডুরঙ্গ সায়ন্ত।