বালুরঘাট সদর ট্রাফিকের পক্ষ থেকে পথ বন্ধু কর্মসূচি পালন করা হলো।

0
235

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালুরঘাট সদর ট্রাফিকের পক্ষ থেকে পথ বন্ধু কর্মসূচি পালন করা হলো। পূজোর সময় দুর্ঘটনার প্রবণতা বেড়ে যায় সেই সময় সাধারণ মানুষ যদি দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে চটজলদি হাসপাতাল কিংবা ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে অতি দ্রুত বিপদমুক্ত হতে পারেন। সেই লক্ষ্যেই সাধারণ মানুষকে উৎসাহিত করতে এদিন পথবন্ধু কর্মসূচি পালন করা হয়। দিন এই কর্মসূচির মধ্যে দিয়ে এক ব্যক্তিকে সংবর্ধিত করে বালুরঘাট সদর ট্রাফিক। উক্ত ব্যক্তি একজন দুর্ঘটনা গ্রস্থ মানুষকে চটজলদি চিকিৎসার ব্যবস্থা করে তার প্রাণ বাঁচান তাই তাকে উৎসাহিত করতে এই উদ্যোগ বলে জানা গেছে। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা , সদর ট্রাফিকের ওসি বৃৃতি সুন্দর সাহা সহ অন্যান্যরা।