বৃহস্পতিবার কাক ভোরে বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমাবাজি, নদিয়ার রানাঘাট আনুলিয়া পঞ্চায়েতের ঘটনা, পঞ্চমীর সকালে এলাকায় চাঞ্চল্য।

0
82

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাজনৈতিক হিংসার কারণে বোমাবাজি বলে দাবি বিজেপির। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বোমাবাজির ঘটনা বলে অভিযোগ। অস্বীকার করেছে তৃণমূল। রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের কায়েতপাড়ার বাসিন্দা অপর্ণা পাল। জগপুর রোড-এর পাশে স্বামী সুষেন পালকে নিয়ে থাকেন অপর্ণা দেবী। বৃহস্পতিবার কাক ভরে হঠাৎ-ই দুটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকার লোকজন। সকাল হতেই বাড়ির বাইরে বেরিয়ে পাল দম্পতি দেখতে পান তাদের বাড়ির বারান্দার একাংশ কালো হয়ে রয়েছে। এরপর কাঠের ব্যবসায়ী শুশেন পাল বাড়ির সামনে থাকা দোকানের শাটার খুলতে গিয়ে দেখেন সাটারের একাংশ ভাঙ্গা অবস্থায় রয়েছে। এ বছর পঞ্চায়েত নির্বাচনে আনুলিয়া পঞ্চায়েতের ৭৬ নম্বর বুথ থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন অপর্না পাল। পঞ্চায়েতের মোট ২৭ টি আসনের মধ্যে তৃণমূল ২৩ ও বিজেপি ৪টি আসনে জয়ী হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা কারণে তাঁর বাড়ির লক্ষ্য করে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।