উঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বহুদিন ধরে রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছিল। পথস্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে এই রাস্তা নতুন করে নির্মাণ করার কাজের শুরু হয়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বোজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আটঘরা মোড় থেকে শংকরপুর পর্যন্ত রাস্তা পুনরায় নতুন করে রাস্তার কাজ শুরু হয়। গ্রামবাসীর বহুদিনের স্বপ্ন ছিল এই রাস্তা তৈরীর বারংবার দাবি জানানোর পর এই রাস্তার কাজ শুরু হয়। কিন্তু সিডিউল মাফিক কাজ করা হয়নি এমনই অভিযোগ করছে গ্রামবাসী তারা জানায় তাদের স্বপ্ন পূরণ হতে হতে মনে হয় কিছুদিনের মধ্যে ভেঙ্গে যাবে।সিডিউল ছাড়া ও রাস্তার কোনো গ্যারান্টি নেই এমনই অভিযোগ করছে এলাকার মানুষ। কন্টাকটার সাংবাদিকের মুখোমুখি হয়ে জানায় এইভাবে রাস্তার কাজে যদি গ্রামবাসী বাধা দেয় তাহলে কোনদিনই গ্রাম উন্নয়ন হবে না। রাস্তার কাজ ঠিকঠাকই করা হচ্ছে। গ্রামবাসীর বক্তব্য নিম্নমানের কাজের কারণে তার কাজ আটকে দেওয়া হয়েছে, প্রশাসনিক আধিকারিকরা কাজ খতিয়ে দেখার পর পুনরায় কাজ শুরু করা হবে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর সিডিউল মাফিক কাজ করা হয়নি এমনই অভিযোগ তুলে কাজ বন্ধ করল গ্রামবাসীরা।