নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ৩৫ বছর বয়সী এক ব্যক্তির যৌন নির্যাতনের শিকার ৭ বছর বয়সী এক শিশু পুত্র। পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার। নির্যাতিত শিশুর মায়ের অভিযোগ, গতকাল সন্ধ্যা নাগাদ এলাকারই একটি মাঠে সমীর সাহা নামে এক ব্যক্তি তার ৭ বছর বয়সী শিশু পুত্রকে ডেকে নিয়ে যায়, এরপর যৌন নির্যাতন করে। বেশ কিছু শিশু ঘটনা দেখতে পেয়ে তার কাছে এসে বলে, এর পরেই ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে প্রতিবেশীরা। যদিও সাথে সাথেই শান্তিপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। গতকাল রাতে এই ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগ দেয়ার করে নির্যাতিত শিশুর মা। বৃহস্পতিবার অভিযুক্তকে রানাঘাট আদালতে পাঠায় পুলিশ। যদিও নির্যাতিত শিশু ও তার মাকেও গোপন জবানবন্দীর জন্য বিশেষ আদালতে আদালতে পাঠানো হয়। তবে এই জঘন্যতম ঘটনায় রীতিমত আতঙ্কে শিশুর মা। অভিযোগ এর আগেও ওই ব্যক্তি একাধিক শিশুর সাথে এই জঘন্যতম ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনার আরো কিছু তথ্য জানতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।