মালদহ, নিজস্ব সংবাদদাতা:- নতুন প্রজন্মের কাছে যাত্রাপালা প্রায় বিলুপ্তির পথে। আর সেই পুরনো দিনের যাত্রাপালাকে তুলে ধরতে এ বছর মালদা জেলাবাসীকে বিশেষ চমক দিলেন “মালদা মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরী”। এই বছর এই ক্লাবের পুজো ৫১তম বর্ষে পা রাখল। তবে প্রতিবছর এই ক্লাব নতুনত্ব বিশেষ কিছু চমক দিয়ে থাকে জেলাবাসীকে।
পাশাপাশি এই ক্লাবে ফুটিয়ে তোলা হয়েছে রঙ্গমঞ্চ অর্থাৎ পঞ্চরস যাত্রা পালা। নাম দেওয়া হয়েছে “যাত্রা এলো ঘরে।” কারণ আধুনিক যুগে প্রায় বিলুপ্তির পথে পঞ্চরস যাত্রা পালা। শহরাঞ্চলে যাত্রাপালা এখন দেখা যায় না তবে গ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গায় যাত্রাপালার এখন প্রচলন রয়েছে। তবে প্রতিবছরের মত এ বছরও নতুন আঙ্গিকে জেলাবাসিকে যাত্রা পালার মাধ্যমে পুরনো ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা আধুনিক প্রজন্মে যাত্রাশিল্প প্রায় বিলুপ্তির পথে, যাত্রাপালার ঐতিহ্য ফুটিয়ে তুলতে মালদহে বিশেষ...