পূজোর মধ্যে আবারো এক বড়সড় প্রতানারণার মুখে গ্রামের মানুষ।

0
228

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পূজোর মধ্যে আবারো এক বড়সড় প্রতানারণার মুখে গ্রামের মানুষ। ডাকঘরে টাকা রাখাও এখন নিরাপদ নয়! ভাবতে অবাক লাগছে ? হ্যাঁ এবারে সরকারী ডাকঘরের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। টাকা জমার পরেও সরকারী খাতায় উঠছে না গ্রাহকদের টাকা। একজন বা দুজন নয়, আস্ত গ্রামের শতাধিক বাসিন্দাদের সাথেই হয়েছে এমন মারাত্মক প্রতারণা। খোদ ডাকঘরের মতো একটি সরকারী প্রতিষ্ঠানে গরীব কৃষকদের লক্ষ লক্ষ টাকা এমন আত্মসাত হতেই ক্ষোভে ফেটে পড়েছেন কৃষকরা। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুকদেবপুর এলাকায়। সেখানকার পোস্ট অফিসে কর্মরত সায়ন্তন বসাক নামে এক সরকারি কর্মীর বিরুদ্ধেই উঠেছে এমন মারাত্মক অভিযোগ। যদিও সেই সরকারি কর্মী বর্তমানে আলিপুরদুয়ার পোস্ট অফিসে স্থানান্তরিত হয়েছেন। এদিকে এই ঘটনা জানিয়ে সুকদেবপুর এলাকার শতাধিক কৃষক বালুরঘাট হেড পোস্ট অফিসের দ্বারস্থ হয়েছেন। জানা গেছে, শুকদেবপুর এলাকার গরীব কৃষকেরা তাদের সঞ্চিত অর্থ সেখানকার স্থানীয় পোস্ট অফিসে জমা করতেন। যে পোস্ট অফিসে কর্মরত ছিলেন বালুরঘাটের বাসিন্দা সায়ন্তন বসাক। বর্তমানে চাকরি সুত্রে স্থানান্তরিত হয়েছেন আলিপুরদুয়ার পোস্ট অফিসে। যার বিরুদ্ধেই গ্রামের গরীব কৃষকেরা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগ, ডাকঘরে টাকা জমা করলেও খাতা কলমে তাদের কোন টাকা দেখানো হচ্ছে না। যা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়ে এদিন পোস্ট সুপারিন্টেন্ডেন্ট এর দ্বারস্থ হয়েছেন কৃষকেরা। যদিও এনিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি বালুরঘাট হেড পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্ট।