বালুরঘাটের মৈত্রীচক্র অভিনব পূজো উদ্বোধন।

0
273

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শারদ উৎসবের প্রাক্কালে বিভিন্ন ক্লাব সংগঠনগুলিকে যখন বিভিন্ন নেতা মন্ত্রী এবং বিশিষ্টজনদের দিয়ে ক্লাবের পুজো উদ্বোধন করতে দেখা যাচ্ছে ঠিক তখনই সমাজের মধ্যে একটি মানবিক বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মৈত্রীচক্র ক্লাব ক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চমীর মহা তিথিতে মৈত্রীচক্র ক্লাবের পক্ষ থেকে ১৪ বছর বয়সী থ্যালাসেমিয়া আক্রান্ত এক নাবালিকাকে দিয়ে তাদের পুজোর উদ্বোধন করিয়ে মৈত্রী চক্র ক্লাবের পক্ষ থেকে সমাজের মধ্যে থ্যালাসেমিয়ার সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হল। মন্দিরা বসাক নামে চোদ্দ বছর বয়সী থ্যালাসেমিয়া আক্রান্ত এই বালিকা কে দিয়ে তাদের পূজার উদ্বোধন করিয়ে মাতৃ শক্তির আহ্বান জানালো মৈত্রী চক্র ক্লাব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আবগারি দপ্তরের ওসি কার্তিক চন্দ্র দে, বালুরঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন পথের দিশা ফাউন্ডেশনের সম্পাদক সৌরভ রায় সহ অন্যান্যরা। দক্ষিণ দিনাজপুর জেলায় ইতিমধ্যে প্রতিমাসে ৪০০ জন থ্যালাসেমিয়া রোগের জন্য রক্তের যোগান করতে হয় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন হাসপাতাল গুলিকে। জেলার কুড়ি শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার বাহক তাই সাধারণ মানুষের মধ্যে থ্যালাসিমিয়া সম্পর্কে সচেতনতা করে তুলতে এই উদ্যোগ বলে জানা গেছে। দেবী দুর্গা সেই মাতৃশক্তি যিনি অশুভ শক্তির বিনাশের মধ্যে দিয়ে বাংলার ঘরের মেয়ে তে রূপান্তরিত হয়েছেন। তাই এই অশুভ শক্তিদলনি মায়ের আহবানে এমন এক মাতৃ শক্তিকে দিয়ে এই ক্লাব তাদের পূজোর উদ্বোধন করালো যে কিনা জীবনে চলার পথে বড় এক রোগ-রুপী অসুর কে হারিয়ে জীবন যুদ্ধে জয়লাভ করেছেন। শুধু আনন্দের জন্য পুজো উদ্বোধনী নয় পুজো উদ্বোধনের মধ্য দিয়ে সমাজে এক মানবিক বার্তা ছড়িয়ে দিতে মৈত্রীচক্র ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ। এই বিষয়ে ক্লাব সদস্য শুভ্রাংশ দাস বলেন আমাদের জেলায় ইতিমধ্যেই ৪০০ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে প্রতিমাসে রক্তের যোগান দিতে হয় জেলা স্বাস্থ্য দপ্তরকে। জেলার কুড়ি শতাংশ মানুষ থ্যালাসেমিয়া রোগ বহনকারী তাই সমাজে একটি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে মাতৃ শক্তির আহবানে অপর এক থ্যালাসিমিয়া জয়ী মাতৃ শক্তিকে দিয়ে আমরা পুজোর উদ্বোধন করালাম যাতে মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে।