মহাষষ্ঠীর দিনে রাইন বৃদ্ধাবাসের আবাসিকদের পাশে দাঁড়ালেন এবং খোঁজ খবর নিলেন জেলা প্রশাসন।

0
636

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– শুরু হয়েছে দূর্গা পুজা, তবে মনে ভার সারা বছরই থাকে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসা বৃদ্ধাশ্রমের আবাসিকেরা। কারন নিজের আপন মানুষকে ছেড়ে ভাগ্যের পরিহাসে নিজের গড়া বাড়ি ফেলে চলে আসতে হয়েছে দূরবর্তী বৃদ্ধাশ্রমে। এমনই ছবি দেখা মেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের অন্তর্গত রাইন বৃদ্ধাশ্রমে। এখানে প্রায় ৫০ জন আবাসিক থাকেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ-বৃদ্ধারা আশ্রয় নিয়েছেন।তাদের খোঁজ খবর পরিবারের লোক জনেরা নামে মাত্র কেউ নেয়, আবার কেউ খোঁজই নেয়না পরিবারের আপনজনেরা। তবে আজ মহাষষ্ঠীর দিনে রাইন বৃদ্ধাবাসের আবাসিকদের পাশে দাঁড়ালেন এবং খোঁজ খবর নিলেন জেলা প্রশাসন। এদিন জেলাশাসক তানবীর আফজল, এছাড়াও ছিলেন শৌভিক চট্টোপাধ্যয়, ভিডিও অর্ঘ্য ঘোষ, সভাপতি সুরজিৎ মান্না সহ একাধিক বিশিষ্ট জনেরা। এদিন আবাসিকদের নতুন বস্ত্র,মিষ্টি,ফল তুলে দেন।আগামী দিন পাশে থাকার আশ্বাস দেন।