সহজ পাঠের মাধ্যমে বর্ণপরিচয় করাতে মালদহে ষষ্ঠীর সন্ধ্যায় বিশেষ চমক।

0
421

মালদহ, নিজস্ব সংবাদদাতা:- শৈশব বেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের মাধ্যমে শুরু হয় হাতে কলমে পড়াশুনা। আর সেই বর্ণপরিচয় কে এবছর দুর্গাপূজার মাধ্যমে বর্ন চেনাতে বিশেষ চমক দিয়েছে “মালদা ইউনাইটেড ইয়ংস ক্লাব” এ বছর এই ক্লাবের ৭৪ তম বর্ষে পা রাখল। তবে প্রত্যেক বছর এই ক্লাব মালদা জেলাবাসীকে বিশেষ কিছু নতুনত্ব চমকের মাধ্যমে তুলে ধরেন। এবছর পূজোর প্যান্ডেল অ-আ-ক-খ থেকে শুরু করে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ও ছড়ার মাধ্যমে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যার একমাত্র কারণ বাংলা সঠিকভাবে না জানা এবং ইংরেজি মাধ্যমের ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরায় বিশেষ লক্ষ্য।
পুজো উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, আগামী দিনে যাতে বর্ণ মানুষের মধ্যে হারিয়ে না যায় এবং বাংলা ভাষাকে ভুলে না যায়।