কালিনারায়নপুর সুহৃদ সংঘ সংঘের মন্ডপসজ্জায় ভিনগ্রহীদের দেশ, সব খবরের বিচারে জেলার সেরার সেরা সম্মানে সম্মানিত করা হলো।

0
436

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট কালিনারায়নপুরে এত আগে থেকে এত মানুষের ঢল লক্ষ্য করা যাচ্ছে।
কালিনারায়নপুর সুহৃদ সংঘ সংঘের এবারের ৬০ বছরের পূজোয় মন্ডপসজ্জা করেছেন ভিনগ্রহীদের দেশ ।
আলোর খেলার অসাধারণ মুহুর্ত মোবাইল বন্দি করতে আগেভাগেই এ প্রজন্মের ছেলে মেয়েরা । ভেতরে অসাধারণ শিল্পকর্মের সাথে প্রতিমাও নজরকাড়া। তবে শুধু এই একটিই নয় এ বাদেও বেশ কিছু আকর্ষণীয় পূজো মণ্ডপ এবং অসাধারণ শিল্পকর্মের দুর্গা প্রতিমা দেখার জন্য পুজোর যে কোন একদিন আসতে পারেন। উদ্যোক্তারা জানাচ্ছেন শুধু নদিয়া নয়, বাংলার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন। আগত দর্শনার্থীদের জনসংখ্যার নিরিখে কলকাতার থেকে কোনো অংশেই কম নয় মন্ডপের মধ্যে অসাধারণ থ্রিডি উন্নত মানের মেশিনের কারসাজি । তাই এই পুজো মণ্ডপ, আলোক সজ্জা, প্রতিমা, পরিবেশ সব কিছুতেই প্রশংসা কুড়াচ্ছে। নদিয়া জেলার মফঃস্বল হলেও এমন দুর্গাপুজো দেখার জন্য সবাই আসছেন। সব খবরের পক্ষ থেকে জেলার সেরার সেরা করা হওয়াতে পূজা কমিটির সবাই খুশি তারা কি বলছেন