দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গত কয়েকদিন আগে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের দক্ষিন কেশবপুর এলাকায় এক নাবালিকা আদিবাসি তরুনীকে ধর্ষন করে এলাকারই বিজেপি পঞ্চায়েত সদস্য শান্তনু চৌধুরী বলে অভিযোক। সেই মোতাবেক শনিবার রাতে গঙ্গারামপুর পৌরসভার চেয়্যারম্যান প্রশান্ত মিত্র ও বিশিষ্ট সমাজসেবী তথা জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ জনাব
মফিজউদ্দিন মিঞা, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমব্রম, পতিরাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অনেকে নির্যাতিত পরিবারের সঙ্গে দেখা করেন এবং সেই সঙ্গে পরিবারটিকে খাবার সামগ্রী,পোষাক,ও আর্থিক সাহায্য তাদের হাতে তুলে দেন।সেখানে গিয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জানতে পারেন বিজেপির নেতারা পরিকল্পনা মাফিক নির্যাতিতার পরিবারের বাড়ির বিদ্যুৎ পরিসেবা বন্ধ করে দেয়।সেটি জানা মাত্রই পুনরায় যাতে তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ হয় তার সুব্যবস্থা করার পদক্ষেপ গ্রহন করেন। তৎসহ গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ওই নির্যাতিতা পরিবারকে আশ্বাস প্রদান করেন যে দল সর্বতভাবে যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থেকে সাহায্য করে যাবে। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা শুভবুদ্ধি সম্পন্ন মানুষসহ সকলেই।
Home রাজ্য উত্তর বাংলা কুমারগঞ্জে নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়ালো গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।