মহা অষ্টমীর দিনে দুই চিত্র।

0
168

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ মহা অষ্টমী, সকাল থেকে অষ্টমী পুজো শুরু হয়েছে মন্ডপে মন্ডপে। আবার অষ্টমীতে অঞ্জলি দেওয়ার মাঝেই এক হবে কত মন, শুরু হবে নতুন প্রেম, নতুন সম্পর্ক।অন্য দিকে বাড়িতে বাড়িতে মহিলারা লুচি, তরকারি তৈরি করতে ব্যস্ত।আর চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামে।বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বিশেষ একটি দিন প্রত্যেকটি হিন্দু বাঙালি বাড়ির মহিলাদের কাছে। দুর্গতিনাশিনী মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ির সকলের মঙ্গল কামনায় ব্রত পালন করেন মহিলারা, আর এই ব্রত পালনের খাদ্য তালিকায় থাকে যেমন বিভিন্ন মিষ্টান্ন তেমনি থাকে রীতি মেনে লুচি,, মায়ের পূজাতে আজ নিবেদন করা হয় বিভিন্ন ধরনের মিষ্টান্নের সঙ্গে লুচি তেমনি ব্রত পালনকারী মহিলারা আজ লুচি , মিষ্টান্ন খাদ্য হিসাবে গ্রহন করে থাকেন।