নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নবরাত্রি উৎসব পালন হয় প্রথমা থেকেই।সাধারণত অবাঙালিরা বেশি এই পুজোর আয়োজন করে।তবে বর্তমানে বাঙালিদেরও দেখা যাচ্ছে নবরাত্রি পালন করতে।৯ দিন ধরে দেবীর নয় রূপের পুজো হয়।শুরু হয় দেবীর শৈলপুত্রী রূপের পুজো দিয়ে।শেষ হয় সিদ্ধিদাত্রীর পুজো করে।সপ্তম দিনে এই ডান্ডিয়া খেলার আয়োজন করা হয়।হাসিমারা সর্বজনীন নবরাত্রি পুজো কমিটির পক্ষ থেকে ডান্ডিয়া খেলার আয়োজন করা হয়।এলাকার মহিলা,পুরুষেরা এই পুজোয় অংশগ্রহণ করেন।এই অনুষ্ঠানের ফলে রঙীন হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ।পুজো কমিটির তরফে জানা গিয়েছে, ৫ বছর ধরে আমরা নবরাত্রি পুজোর আয়োজন করা হয়।নয় দিন নিয়ম মেনে দেবীর নানান রূপের পুজো হয়।আনা হয় সিংহবাহিনী দেবী দুর্গার মূর্তি।ডান্ডিয়া খেলতে এলাকার সববয়সী মহিলারা প্রতিবার ভিড় জমান।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার হাসিমারা সর্বজনীন নবরাত্রি পুজো কমিটির পক্ষ থেকে ডান্ডিয়া খেলার আয়োজন করা হয়।