নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আমরা ছেলেবেলায় পড়ার ছলে খেলা এই কথাটায় আমরা ভূলতে বসেছি।সেই ছেলে বেলা কে আবার ফিরিয়ে আনলো চাঁদুড়িয়া এক নম্বর জিপির মলিচাগর যুবরাজ সংঘ সহ এলাকার বাসিন্দারা।জীবন্ত মডেল অর্থাৎ এগারো জন স্কুল পড়ুয়ারা ছেলেবেলার ছড়ার বই কে তুলে ধরেছে।সপ্তক,অহনা,পাপড়ী,এ্যাঞ্জেল,
তন্দ্রারা দর্শকদের সামনে হাজির হবে ছড়ার ডালি নিয়ে, আতা গাছে তোতা পাখি,দোলদোল দুলুনি,খোকা যাবে মাছ ধরতে ক্ষির নদীর কূলে।মলিচাগর একটি প্রত্যন্ত পিছিয়ে পরা গ্রাম,এই গ্রামে প্রায় ষাট শতাংশ মুসলিম সম্প্রদায় দায়ের মানুষের বাস বাকি চল্লিশ শতাংশ হিন্দু সম্প্রদায় মানুষ বসবাস করে।দীর্ঘদিন থেকে একি সাথে বসবাস করে যেন সাম্প্রদায়িকতার ছোঁয়া লেগে আছে।গোপাল বিশ্বাস,মহাদেব অধিকারী,ননী ঠাকুর,বাসুদেব মন্ডলদের সাথে পুজোয় হাত লাগিয়েছে খোকন মন্ডল,হাবিব ভাগাড়িয়া, ফজলু মন্ডলেরা।হাবিব ভাগাড়িয়া জানান,এই গ্রামে ছোট থেকে এক সাথে বড় হয়েছি কোন বিভেদ আমাদের মধ্যে নেই ওদের পাশে থেকে পুজো টা কাটাতে চাই। গোপাল বিশ্বাস বলেন, আমাদের প্রধান জীবিকা চাষ,বেশীর ভাগ মানুষই চাষ আবাদ,দীন মজুর কিছু মানুষ চাকরি করে। আমাদের সাথে এক সাথে পুজোর কদিন আনন্দে ডুবে থাকে। পুজোর শেষে যে যার কাজে লিপ্ত হয়ে যায়। সপ্তক অহনা রা দর্শকদের সামনে বসা অভ্যাস করছে কারন অষ্টমীর দিন দীর্ঘক্ষণ বসে থাকতে হবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা পিছিয়ে পরা গ্রামের দূর্গা পূজো, ছেলেবেলাকে ফিরিয়ে আনার প্রয়াস, খুশী হাবিব, গোপাল,...