দশমীতে কাদা খেলা উৎসবে মাতলো হাজার হাজার মানুষ।

0
469

আবদুল হাই, বাঁকুড়াঃ এখানে কোনো সাদা কাপড়ে কাদা দিচ্ছে না বরং কাঁদা দিচ্ছে বিভিন্ন কাপড়ে, বাঁকুড়া জয়পুর বৈতল ঝগড়াভঞ্জনী মায়ের বিজয়া দশমী উপলক্ষে মায়ের কাঁদা খেলা উৎসবে মাতল হাজার হাজার মানুষ।
বহু দূর দূরান্ত থেকে আজকের দিনে এই ঝগড়ায় মন্দির প্রাঙ্গনে কাদা খেলতে আসেন বহু মানুষ। এই কাদা খেলা শুরুটা হয়েছিল সেই মল্লরাজের আমল থেকে শোনা যায় বর্ধমানের রাজার সাথে বিষ্ণুপুরের মল্ল রাজার মামলা-মোকদ্দমা লড়তে যাচ্ছিলেন স্বয়ং রাজা রঘুনাথ সিং বাচ্চা মেয়ের উপর মায়ের দর্শন পান,তিনি ফিরে এসেই এই জায়গাতেই শুরু করেছিলেন মায়ের উৎসব, তখন থেকেই আজও হয়ে আসছে এই কাদা খেলা আজও তার ব্যতিক্রম ঘটেনি।
এখানে কাঁদা বলতে প্রচুর এলাকা জুড়ে মাটির বাঁধ দিয়ে সাতটি পুকুরের জল দিয়ে জায়গাটি ভর্তি করে জল থৈ থৈ অবস্থায় এলাকার বিভিন্ন গ্রামের মানুষ একে অপরকে জল ছুড়ে ঘোলা জলে স্নান করেন ।
সেই জল এতটাই পবিত্র বিভিন্ন রোগ নিরাময় থেকে আরম্ভ করে অনেক কিছু উপকারে লাগে কারণ একটাই মা স্বয়ং এ কাদা খেলেন এমনটাই দাবি গ্রামবাসীদের, তারা পূর্বপুরুষ ধরে এমনটাই বিশ্বাস করে আসছেন। কাদা খেলা উৎসবে মাতেন বাচ্চা থেকে বুড়ো, ছুরি থেকে বুড়ি সকলে কাদা খেলার শেষে তাদের জামা খুলে গাছে টাঙিয়ে দেন।
আবারো একটি বছর অপেক্ষা করতে হবে গ্রামবাসীদের। তাই মায়ের ছেলেরা মাকে বিদায় জানাতে হাসিমুখে চলছে কাদা খেলা উৎসব।