দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলার ঘরের মেয়ে উমা চার দিন বাপের বাড়ি কাটিয়ে এখন তার ঘরে ফেরার পালা। উনাকে বিদায় জানাতে প্রতিবছর বাংলার প্রতিটি কোনায় কোনায় মেয়ে বউরা সিঁদুর খেলায় মাতে।দক্ষিণ দিনাজপুর জেলাতেও সিঁদুর খেলার ধুম দেখা যায়। বালুরঘাট শহরের প্রাচীন বারোয়ারি পুজো গুলির মধ্যে একটি পুজো হলো ভারত সংঘের পুজো। সেখানে প্রতি বছর প্রচুর মানুষ সিঁদুর খেলায় অংশ নেন। পুরনো রীতি মেনে এ বছরও বালুরঘাট শহরের ভারত সংঘ ক্লাবের পূজোয় এলাকার প্রচুর মেয়ে বৌ দের সিঁদুর খেলায় মাততে দেখা গেল।