জেলায় জেলায় পুজো কার্নিভাল, চলছে তারই প্রস্তুতি।

0
366

তমলুক, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে। সেই উৎসবের আনন্দ সকলের সামনে ভাগ করে নিতেই রাজ্য সরকারের পক্ষ থেকে শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় কার্নিভালের আয়োজন করা হয়েছে। আগামী ২৬শে অক্টোবর জেলায় জেলায় এবং ২৭শে অক্টোবর শহর কলকাতায় তা অনুষ্ঠিত হবে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তারই প্রস্তুতি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের তমলুকের পুরাতন ডিএম অফিসের সামনে কার্নিভালের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে শোভাযাত্রা শহকারে কার্নিভালে অংশগ্রহণ করবে। কার্নিভালের জন্য যাতে সাধারন মানুষকে সমস্যায় পড়তে না হয় তার জন্য জেলা পুলিশ ও প্রশাসন সব ধরনের ব্যবস্থা সেরে রেখেছে।দর্শনার্থীরা যাতে কার্নিভাল উপভোগ করতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে।রঙিন সাজে সেজে উঠবে রাজ্য সড়ক। তারই প্রস্তুতি দেখতে দফায় দফায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এলাকা পরিদর্শন করে চলেছে।