দালানের দুর্গা মহালায়ার সকাল আনন্দে কাটায়-
ফুটপাতে অসংখ্য দুর্গার এখনো জন্ম হয়।
দালানের দুর্গা মাটির প্রতিমার চরণে দেয় পদ্ম ফুল-
ফুটপাতের দুর্গা ঘুরে ঘুরে দ্যাখে কোথায় আছে দানশীল।
দালানের দুর্গা সম্পদশালীর কন্যা
ফুটপাতে দুর্গার প্লাস্টিকের ঘর ভাসিয়ে নেয় বন্যা।
দালানের দুর্গা বড় হয় বাবা-মার আদরেতেই-
ফুটপাতের দুর্গা অবহেলিত মা আছে বাবার কোন হদিস নেই।
দালানের দুর্গা বন্ধুদের সাথে টেক্কা দিয়ে জামা পড়ে দেখে পুজো-
ফুটপাতের দুর্গা ক্ষিদের জ্বলায় বাবুদের বোঝা বয়ে হয় কুঁজো।
দালানের দুর্গা দল বেঁধে ফুর্তি করে প্যান্ডেলে-
ফুটপাতের দুর্গা বাঁচবে দয়ার হাত পেলে।
দালানের দুর্গা আলোয় থাকে অজ্ঞাত তার অন্ধকার-
ফুটপাতের দুর্গা ভাবে কিকরে ভালো হবে তার সংসার।
দালানের দুর্গা মলে যায় টাকা ধোঁয়ার ওড়ে-
ফুটপাতের দুর্গা কাট কুড়ায় চৌরাস্তার মোড়ে।
দালানের দুর্গা নৃত্য করে ঢ্যাংকুড় কুড় ঢাকে-
ফুটপাতের দুর্গা ঘুরে মরে মণ্ডপের চারি দিকে।
দালানের দুর্গা ছবির মতো আনন্দে,শিউলি,কাশ রাখে কেশে-
ফুটপাতের দুর্গা আশায় থাকে যদি কেউ একটু ভালোবাসে।
দালানের দুর্গা ভালো ভালো রকমারি খাবার খায়-
ফুটপাতের দুর্গা পথে পড়ে থাকা খাবার করে সঞ্চয়।
দালানের দুর্গা মা-বাবার বা পড়সীর স্নেহ মমতা পায় কত-
ফুটপাতের দুর্গার শরীরে ভরা নখের আঁচড়ে ক্ষত।
দালানের দুর্গার যদি লাগে ফুলের আঁচড় দৌড়ে আসে কত মানুষ-
ফুটপাতের দুর্গার নখের আঁচড়ে ক্ষত হয় কেঁদে কেঁদে হয় নিঃশেষ।
দালানের দুর্গা এক হাতে দেখো ছিন্নকরে দানবের মাথা-
ফুটপাতের দুর্গা রোগে ভুগে দুর্বল থাকে ফুটপাতে কিভাবে দেখাবে কর্মক্ষমতা।