দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-প্রাচীন ও ঐতিহ্যবাহী বিনোদনের মধ্যে যাত্রাপালা অন্যতম। অন্যান্য বিনোদনের প্রভাবে যাত্রাপালা তার মাধুর্য হারিয়েছে। যাত্রা শিল্প তার জনপ্রিয়তা হারাতে হারাতে বিলুপ্ত শিল্পে পরিণত হয়েছে । গ্রামবাংলার সব প্রাচীন জনপ্রিয় যাত্রা শিল্পকে বাঁচিয়ে রেখেছে গ্রাম বাংলার নানান উৎসব অনুষ্ঠান বা মেলা। অনেক সময় গ্রামের মাতব্বরদের মধ্যে প্রতিযোগিতা চলতো কে কত ভালো পালা আনতে পারবে সেই নিয়ে। এই সবই এখন অতীত। তবে যাত্রাপালার সেই সব সোনালী দিনগুলির কথা ভুলেনি পূর্ব বর্ধমান জেলার মন্ডলগ্রাম। দুর্গাপূজা পূজা উপলক্ষে যাত্রাপালা অনুষ্ঠিত হয়। মন্ডল গ্রামের সমস্ত মানুষের উদ্যোগে পূর্ব দক্ষিণপাড়ার মা জগৎগৌরীর যুব সংঘের পক্ষ থেকে ২৫ শে অক্টোবর আয়োজিত হয় একদিনের একটি যাত্রা উৎসব, বউ হয়েছে রঙের বিবি যাত্রা পালা উৎসব। উদ্যোক্তারা জানান বাপ ঠাকুরদাদার আমল থেকে যাত্রা পালা হয়ে আসছে পাড়ার ছেলেরা তাদের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন গ্রামের লোকো সংস্কৃতি। ডিজিটালের যুগে শতাব্দীর প্রাচীন লোকসংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। উৎসবের মধ্য দিয়ে বাংলার প্রাচীন লোকসংস্কৃতি বাঁচিয়ে রাখার প্রয়াস। তবে আক্ষেপে যাত্রা শিল্পীরা বলেন দীর্ঘদিন ধরে এই যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও সরকারি কোন সাহায্য পাননি। যাতে সরকার তাদের দিকে একটু নজর দেন সেই আবেদন জানান তারা।
লুপ্তপ্রায় যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখা বেশ ব্যয়বহুল তবে বাংলার লোকসংস্কৃতি কে সমাজের কাছে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা শিল্পীদের।
তারই প্রয়াস পূর্ব বর্ধমান জেলার মন্ডল গ্রামে দুর্গাপূজো উপলক্ষে ২৫ শে অক্টোবর যাত্রাপালা বউ হয়েছে রঙের বিবি এই যাত্রা উৎসব তারই একটি অন্যতম প্রয়াস।
কৌশিক// কালনা, বর্ধমান