পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সহযোগিতায় দ্বিতীয় তম বর্ষে বর্ধমান শহরে অনুষ্ঠিত হলো পুজো কার্নিভাল। প্রথম বর্ষে বর্ধমান বাসীর জন্য বিশেষ আকর্ষণ ছিল বলিউড অভিনেতা চাংকি পান্ডে এ বছরও বর্ধমান বাশির জন্য বিধায়ক খোকন দাস বিশেষ আকর্ষণ হিসেবে নিয়ে এসেছিলেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী এবং বলিউডের কমেডি কিং আশরাণীকে। বর্ধমান শহরের পুলিশ লাইন থেকে শুরু হয় এই দুর্গা পুজো কার্নিভাল। সেখানেই ফিতে কেটে কেটে উদ্বোধন করেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এ বছর পূজো কার্নিভাল সাতাশটি পুজো কমিটি অংশগ্রহণ করেছে। সুদৃশ্য ট্যাবলো দ্বারা দুর্গা পুজো কমিটি গুলি তাদের কারুকার্য ফুটিয়ে তুলেছেন। এবছর এই কার্নিভালে বর্ধমান পৌরসভার এম সি আই টি প্রদীপ রহমানের ডেঙ্গু সচেতনতা প্রচার মানুষের মধ্যে এক বিশেষ সাড়া ফেলে। এদিন পূজো কার্নিভাল মঞ্চ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, অতিরিক্ত জেলাশাসক সানা আক্তার,বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা এবং কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ কাউন্সিলর এবং প্রশাসনিক আধিকারিকবৃন্দরা।