রূচিহীনতার ভারে বিষন্ন পিরিতের পাত্র নিয়ে
এসো নিভৃত কানন মাঝারে।
বিলম্ব কেনো,জ্বালাও পিদিম চোখের পাতা
যে- মুদিত।
অর্ক ডুবুডুবু আশ্বিনের সাঁঝবেলায়-
কৃষ্ণবর্ণের বিম্ব আসন্ন কাননে।
আত্মহারা নির্জনের করি প্রত্যাশা।
হাসনুহানার কোমল ঘ্রাণে চপলমতি,
গৈরিক অঙ্গাবরণ আঁচল ছায়ায় করেছো লুকছাপা।
যেন এক তৃপ্তির রাত,
নিখোঁজ কন্ঠস্বর কোন সুরে ডাকি-
যতদূর দৃষ্টি যায় তোমাকেই দেখি।
শুনতে কি পাও বাণীবন্দানা?
শিহরিত বুকের স্পর্শ কী পাও সজল নয়নে।