পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বৃহস্পতিবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হন ইডি-র হাতে, এরপরই শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার মন্তেস্বরের খাঁপুর এলাকায় থাকা তার পৈত্রিক ভিটে এলাকায় থাকা প্রতিবেশীরা প্রতিক্রিয়া জানান, প্রতিক্রিয়ায় তাঁরা জানান জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারিতে এলাকার উন্নয়ন স্তব্ধ হলো। জ্যোতিপ্রিয় মল্লিকের বাবা শক্তিপদ মল্লিক ছিলেন স্বাধীনতা সংগ্রামী। খাঁ-পুর এলাকায় মল্লিক পরিবারের অনেক অবদান রয়েছে জানান এলাকার বাসিন্দারা। তবে তার গ্রামে যে বাড়ি রয়েছে সেই বাড়ি দেখে বিশ্বাস করা যায়না তিনি এত কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত এমনটাও জানান এলাকার বাসিন্দারা। জ্যোতিপ্ৰিয় মল্লিক গ্রেপ্তারের পরই বৃহস্পতিবার তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন তিনি চক্রান্তের স্বীকার। মন্তেশ্বরের খাপুরে বসবাসকারী নবীন থেকে প্রবীণ সকলেই জানাচ্ছেন মল্লিক পরিবারের একাধিক অবদান রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে, তৈরি হয়েছে পাওয়ার হাউস, কলেজ, আর যার বেশিরভাগ অংশই মল্লিক পরিবারের দান করা জমির উপরেই তৈরি হয়েছে বলে দাবি এলাকাবাসীদের। তবে জ্যোতিপ্রিয়বাবু এখানে খুব বেশি আসতেন না, কোন কোন বছর পুজোর সময় আসতেন।