বর্ধমান শহরে জোর কদমে চলছে লক্ষী ঠাকুরের প্রতিমা বিক্রি।

0
127

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ইতিমধ্যেই শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া।আগামীকাল গোটা রাজ্য জুড়ে বাংলার প্রতিটি বাড়িতে পূজিত হবেন মা লক্ষী। তার শেষ মুহূর্তে মা লক্ষীর প্রতিমা কিনতে ব্যাস্ত বর্ধমানবাসি। প্রতিমার পাশাপাশি লক্ষী পুজোর সারঞ্জাম কিনতে ব্যাস্ততা লক্ষ্য করা গেল সাধারণ মানুষের মধ্যে।শহর বর্ধমানের কার্জন গেট প্রাঙ্গনে বিক্রি হচ্ছে মা লক্ষীর প্রতিমা।বড় লক্ষী প্রতিমা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায় আর ছোট প্রতিমার দাম রয়েছে ১০০ টাকা প্রায়। যদি বিক্রেতারা বলছেন আগের বছর থেকে এই বছর প্রতিমার দাম কম রয়েছে আর বিক্রি সকাল থেকে ভালোই হচ্ছে। ক্রেতারা আসছেন নিজের পছন্দের মতো লক্ষী প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন।এক মহিলা ক্রেতা বলেন, জিনিস পত্রের দাম বেড়েছে তাই প্রতিবছর প্রতিমার দাম বাড়ছে। কিন্তু কিছু করার নেই প্রতি বছর বাড়িতে পুজো হয় তাই দাম বাড়লেও পুজোতো করতে হবে। এই বছর ফলের দাম বেশি রয়েছে। যদিও এক ফল বিক্রেতা বলেন, ফলের দাম এই বছর একদম নেই। শসা আগের বছর ১০০ টাকায় বিক্রি করছি কিন্ত এই বছর ৪০ টাকা প্রতি কিলো বিক্রি করছি তাতেও ক্রেতা নেই। এক কথায় বলা চলে আজ সন্ধ্যায় শহর বর্ধমানে বেশ জমজমাট।