ভাগ্যের জোরে প্রাণে রক্ষা পেলেন অসংখ্য পথচারী।

0
115

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ দুপুরে বীরভূম জেলার দুবরাজপুরে ভাগ্যের জোরে প্রাণে রক্ষা পেলেন অসংখ্য পথচারী। দুবরাজপুর-বক্রেশ্বর রাস্তা ধরে রাজনগরের দিক থেকে দুবরাজপুর শহরের ভেতর হয়ে বোলপুর যাচ্ছিল একটা বেসরকারি যাত্রীবাহী বাস। দুবরাজপুরের পাকুরতলা মোড় পেরিয়ে এসে বাসটি খারাপ হয়ে গেলে কিছুক্ষণ পর বাসের কর্মীরা বাসটিকে ঠেলে স্টার্ট করার চেষ্টা করলে যাত্রীবাহী বাসটি গড়িয়ে যায় এবং ব্রেক না ধরার কারণে সাইকেল, মোটরসাইকেল ও দুটো টোটোকে ধাক্কা মেরে এইচডিএফসি ব্যাংকের কাছে এসে বেসরকারি বাসটা দাঁড়িয়ে যায়। বাসের চাকায় দুমড়ে মুচড়ে যায় একটি টোটো। টোটোয় থাকা যাত্রীরা কোনক্রমে লাফ দিয়ে প্রাণে বাঁচেন। পাশাপাশি রাস্তায় থাকা পথ চলতি মানুষজন যে যেখানে পারেন প্রাণ রক্ষা করতে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েন। বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী জখম হন, যাকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে আসে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। এই ঘটনার ফলে বাসের চালক ও খালাসী পলাতক। ঘণ্টাখানেক ঐ রাস্তা যানজটে পরিণত হয়। পরে দুবরাজপুর থানার পুলিশ একটি ক্রেন এনে বাসের নীচে থাকা টোটো সরাতে সহায়তা করে এবং বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়।