গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দুর্লভগঞ্জ এলাকায়, তদন্তে পুলিশ।

0
223

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দুর্লভগঞ্জ এলাকায়, জানা গিয়েছে ওই ব্যক্তির নাম দিব্যেন্দু গুড়িয়া,বয়স আনুমানিক চল্লিশ বছর, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর নিজের বাড়িতে ঘুমোতে যায় ঐ ব্যক্তি, শনিবার সকালে বাড়ির ভিতরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার পরিজন,তড়িঘড়ি তাকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, এরপর এইদিন বেলা সাড়ে দশটা নাগাদ ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ,তবে পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।