পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পুলিশের গাড়ি দেখে চোলাই মদের হাঁড়ি নিয়ে ক্যানেলের জলে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায় দুই জন। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার ফকিরপুরের। চোলাই মদ তৈরির সময় আফগাড়ি দপ্তরের বিশেষ অভিযানের সময় পালতে গিয়ে ক্যানেলের জলে ঝাঁপ দেয় বেশ কয়েকজন বলে দাবি স্থানীয়দের, তাদের মধ্যে নিখোঁজ হয় দুই জন। জানা গেছে শুক্রবার বিকেল নাগাদ ক্যানেলের ধারে চলছিলো চোলাই মদ তৈরির কাজ, ঠিক সেই সময় অভিযান চালায় আফগাড়ি দপ্তরের টিম। অভিযান চলার সময় পুলিশের গাড়ি দেখে চোলাই মদের হাঁড়ি নিয়ে স্থানীয় ক্যানেলের জলে ঝাঁপ দেয়। স্থানীয়রা জানান দুই জন নিখোঁজ থাকলেও একজন কোনোরকম প্রাণে বাঁচে, কিন্তু নিখোঁজ হয়ে যায় গনেশ মল্লিক নামের এক বৃদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে জেলার পৌছায় ডিএসপি ট্রাফিক (দুই ) রাকেশ কুমার চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ বর্ধমান থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। ক্যানেলের জলে বোর্ড নামিয়ে খোঁজ চালাতে শুরু করা হয়।শনিবার দুপুর পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ ব্যক্তির। অবশেষে শনিবার বিকেল নাগাদ সদরঘাট এলাকায় ভাসতে দেখে স্থানীয়রা। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় দেহ, পরে খবর দেওয়া হয় বর্ধমান থানায়। বর্ধমান থানার পুলিশ পৌঁছে দেহ নিয়ে যায় থানায়।