নিজস্ব সংবাদদাতা, মালদা– শনিবার সকালের পুরাতন মালদার নারায়নপুর ১৫৯ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের প্রায় ২৫০জন বিএসএফের আধিকারিক ও জওয়ানরা ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নেয়। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় পুরাতন মালদার নারায়নপুরের আড়তপুর থেকে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আগামী ৩১ অক্টোবর ভারতবর্ষের প্রথম গৃহ মন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিবস এবং সেদিন সারা ভারত বর্ষ একতা দিবস হিসেবে পালন করে এবং সেই একতা দিবসে ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা বিভিন্ন বিভিন্ন ধরনের দেশাত্মবোধক কর্মসূচি গ্রহণ করেছে তারই অঙ্গ হিসাবে সমাজকে বার্তা দেওয়ার উদ্দেশ্যে শনিবার সকালে একতা দিবসের প্রস্তুতি হিসেবে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করে বিএসএফ জওয়ানরা। আজকের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন বিএসএফ কমান্ডেন্ট শ্রী সন্দীপ কুমার, বিএসএফ টু ওয়াই সি আশুতোষ চৌহান, বিএসএফের ডিসি- আর শেখর,শ্রী প্রমদ কুমার ঝা, সনাতন মন্ডল সহ বিএসএফের আরো কর্মকর্তারা ৷
১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের ডিসি শ্রী প্রমদ কুমার ঝা জানান , আগামী ৩১ অক্টোবর প্রাক্তন গৃহ মন্ত্রী সর্দার পল্লব জির জন্ম দিবসে আমরা গোটা ভারতবর্ষে একতা দিবস পালন করি, তারই প্রস্তুতি হিসেবে আজ আমরা ১০ কিলোমিটার ব্যাপী দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি এবং আগামী ৩১ তারিখে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক কর্মসূচীর মাধ্যমে আমরা দেশবাসীকে দেশ ভক্তির বার্তা দিতে চাই।
Home রাজ্য উত্তর বাংলা মালদার নারায়নপুর ১৫৯ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের প্রায় ২৫০জন বিএসএফের আধিকারিক ও জওয়ানরা...