জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলাদেশের পদ্মর ইলিস বাজারে থাকলেও নেই তেমন ক্রেতা।তাই ইলিশ ভক্ত মানুষ রা বিহার কিংবা ডায়মনড হারবারের ইলিশ খেয়েই খুশি প্রকাশ করেছেন।যদিও তার দাম সাতশো থেকে আটশো টাকা কেজি।দূগা পুজো শেষ হলেও এখন বাকি রয়েছে কালিপুজো ভাইফোঁটা, ছট পুজো। জলপাইগুড়ি শহরের বড় বাজার গুলোর মধ্যে রয়েছে দিনবাজার। সেখানেই মাছের আরদ। এখন ইলিশের সিজিন নয়।তাই বাইরের ইলিশের আমদানি অনেক টাই কম রয়েছে।দাম এর জন্য অনেক টাই বেশি।যার জন্য এই বছর ইলিশ কেনার লোকদের যথেষ্ট অভাব রয়েছে। বাইরের রাজ্য বা জেলার কমদামি ইলিশ থাকলেও তার ও দাম অনেক টাই বেশি ।সব মিলিয়ে বাঙ্গালীর পাতে ইলিশ পাওয়া এই বছর একটু অসুবিধাই রয়েছে।তাই মাছের বাজার মোটামুটি ফাঁকাই রয়েছে। বিক্রি হচ্ছে দেদার রুই কাতলা।