পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনে আমার মাটি আমার দেশ,অমৃত কলস যাত্রায় যেসব ব্লক থেকে বিজেপির কর্মী সমর্থকেরা মাটি নিয়ে দিল্লি যাবেন তাদেরকে খড়্গপুর স্টেশনে ট্রেনে পৌঁছাতে গেলেন দাপুটে বিজেপি নেতা তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, এদিন এই কর্মসূচির পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক মন্তব্য করলেন দিলীপ ঘোষ,তিনি বিজেপির মিছিল নয়। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন সবকা সাথ, সবকা বিকাশের কথা। এটা শুধু স্লোগান নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিশ্বাস আর সবার প্রয়াস দরকার আছে। সেই জন্য প্রত্যেক গ্রাম, গ্রাম থেকে মাটি নিয়ে এসে দিল্লিতে অমৃত উদ্যান তৈরি হচ্ছে। সারাদেশ থেকে গাছ নিয়ে এসে লাগানো হচ্ছে। এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে স্লোগান সেটা সফল করার জন্য। দেশের মানুষ যাতে মনে করে সারা ভারত বর্ষ এক। এতদিন বিচ্ছিন্নতাবাদী শক্তি দাপিয়ে বেড়িয়েছে। কেন্দ্রে যাদের সরকার ছিল তাদেরকে সহযোগিতাও করেছে একসময়। আজ দেশের মানুষ দেশকে দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দেশ তৈরি করতে চান। প্রধানমন্ত্রীর আহ্বানে এটা সামাজিক অভিযান। ভারতীয় জনতা পার্টি পুরো শক্তি লাগিয়ে এটা করছে। আজকে কলকাতায় মিছিলে আমি থাকবো তারপর সেই মাটি নিয়ে সবাই দিল্লিতে যাবেন।এমনটাই বলেন বিজেপির মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ।
Home রাজ্য দক্ষিণ বাংলা খড়গপুর স্টেশনে আমার মাটি আমার দেশ,অমৃত কলস যাত্রায় যেসব ব্লক থেকে বিজেপির...