নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গত বেশ কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন পবিত্র স্থান ও বীর সৈনিকদের বাড়ির মাটি সংগ্রহ করেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। সারা ভারতের সঙ্গে ভারতীয় জনতা পার্টির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পক্ষ থেকেও নদীয়ার বিভিন্ন জায়গা থেকে এই মাটি কলস বন্দি করা হয়। এই পবিত্র মাটি নিয়ে এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় জনতা পার্টির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার কার্যকর্তারা। রবিবার সকাল সাড়ে আটটার রানাঘাট লোকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল বিজেপির এই প্রতিনিধি দল। এমনি কর্মসূচিতে বিজেপি কর্তাদের রচনা করিয়ে দেন ভারতীয় জনতা পার্টির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি তথা রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা পবিত্র মাটি নিয়ে এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় জনতা পার্টির নদীয়া...