নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এবার চিতাবাঘের আতঙ্ক ছড়ালো ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁও এলাকায়।সোমবার বিকেলে বাড়ি থেকে ছাগল টেনে নিয়ে যায় চিতাবাঘ।ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, এদিন বিকেল বেলা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা মফিদুল ইসলামের বাড়ির পাশ থেকে একটি ছাগল টেনে নিয়ে যায় চিতাবাঘ।ঘটনাটি প্রথমে বুঝতে পারেন মফিদুল ইসলামের ভাইয়ের স্ত্রী সাজিদা বেগম।তিনি ছাগলের চিৎকার শুনে ধান ক্ষেতে এগিয়ে গেলে সন্দেহ হয়।এরপর বাড়ির লোকজনকে ডাকাডাকি করেন।স্থানীয়রা গিয়ে দেখেন একটি চিতাবাঘ ছাগলকে ধরে টানা হেচড়া করছে।স্থানীয়দের তাড়া খেয়ে ধান ক্ষেতের মধ্যে গাঢাকা দেয় চিতাবাঘটি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদারিহাট রেঞ্জের অন্তর্গত দক্ষিণ খয়েরবাড়ির বিটের বন কর্মীরা।এলাকায় নজরদারি চালাচ্ছে বন দপ্তর।ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার এবার চিতাবাঘের আতঙ্ক ছড়ালো ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁও এলাকায়।