পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যাবসায়ী সমিতির গলসি শাখার উদ্যোগে বিজয়া সম্মিলনী।

0
215

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-শেষ হয়েছে শারদীয়া উৎসব তারপরই পালিত হচ্ছে দিকে দিকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ ধান্য ব্যবসায়ী সমিতির গোলসি জোনের পক্ষ থেকে পালিত হলো বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। পাশাপাশি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯ তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্যে দিয়ে এই বিজয়া সম্মেলনীর শুভারম্ভ করা হয়।ধান্য ব্যাবসায়ী সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে। বিজয়ার শুভেচ্ছা বিনিময় ছাড়াও উক্ত সভা থেকে ধান ব্যাবসায়ীদের বেশ কিছু সমস্যা নিয়েও আলোচনা করা হয় এবং সেই সমস্যা গুলি সমাধান‌ করার লক্ষে কয়েক দফা দাবি নিয়ে আন্দোলনে নামবে বলে জানা যায়। পূর্ব বর্ধমান জেলার কমিটির যুম্ম সম্পাদক তথা পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যাবসায়ী সমিতির কনভেনার বিশ্বজিৎ মল্লিক বলেন বিভিন্ন রাইসমিলে প্রায় ১০০কোটি টাকা ধান বাবসায়ীদের পরে আছে, সেই পাওনা টাকা ফেরৎ পেতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে সেই বিষয়েও আলোচনা করা হয়।