পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও বর্ধমান দু’নম্বর ব্লকের সড্যা শিবতলা এলাকায় বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যার মূল উদ্যোক্তা হলেন বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার। প্রয়াত ব্লক সভাপতি শ্যামল দত্ত প্রতিবছর এই দিনটিতে সড্যা গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করতেন। প্রয়াত শ্যামল দত্তকে স্মরণ করে প্রতিবছর এই ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা রক্ত দান করেন এবং সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হাতে তুলে দেওয়া হয়। প্রয়াত বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল দত্তের মূর্তিতে ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্য দানের মধ্যে দিয়ে এই রক্তদান শিবিরের শুভারম্ভ করা হয়।আজ রক্তদান শিবির অনুষ্ঠান উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়দেব ব্যানার্জি, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবদ্বীপ রায়, জেলা পরিষদের সদস্য সনৎ মন্ডল, বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
Home রাজ্য দক্ষিণ বাংলা বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর...