বৈকুণ্ঠপুর ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী ও প্রতিবাদ সভা।

0
96

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শেষ হয়েছে শারদীয়া উৎসব।তারপরই পালিত হচ্ছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। বৈকুন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমানের উদ্যোগে বাম ধর্মরাজ মন্দির মাঠে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী এবং প্রতিবাদ সভা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ১০০ দিনের বকেয়া টাকা কেন্দ্র সরকার যতদিন না দিচ্ছে ততদিন প্রতিবাদ চলবে। সেই মর্মে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সাধারণ মানুষের ১০০ দিনের বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত প্রতিবাদ জানানোর জন্য। সেই মর্মে আজ বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে শরব হন উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়দেব ব্যানার্জি। পাশাপাশি আজ এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান মঞ্চ থেকে বৈকুন্ঠপুর এক অঞ্চলের পাঁচ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে সংবর্ধিত করা হয়।আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান ২ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবদীপ রায়, জেলা পরিষদের সদস্য সনৎ মণ্ডল ও সুচরিতা মণ্ডল মাজ্জিলা, বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান সহ বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সদস্যাবৃন্দ।