এক তৃণমূল নেতার বিরুদ্ধে তাঁর নিজের নাবালক ভাইপোকে খুনের চেষ্টার অভিযোগ ওঠাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে।

0
160

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এক তৃণমূল নেতার বিরুদ্ধে তাঁর নিজের নাবালক ভাইপোকে খুনের চেষ্টার অভিযোগ ওঠাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে। সুদীপ বিশ্বাস নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে আরো অভিযোগ, সে তার ভাই ও ভাইয়ের বউকে নিয়মিত মারধর করে। কিন্তু কি কারণে মারধর করে সে বিষয়টি এখনো অজানা। আজ সকাল সাড়ে দশটা নাগাদ শান্তিপুর স্টেশন ঢাকাপাড়া এলাকায় তার ভাইয়ের বাড়িতে চড়াও হয়ে তার ভাই, ভাইয়ের বউ এবং ভাইপোকে বেধড়ক মারধর করে সুদীপ। যদিও আহতরা হাসপাতালে চিকিৎসা করিয়ে সুদীপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে তৃণমূল নেতার এই ধরনের দাদাগিরির সত্যতা অনুসন্ধান করতে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।