কেন কালী পূজার আগের দিন ভূত চতুর্দশী পালন করা হয়?

0
197

ভূত চতুর্দশীকে ঘিরে রয়েছে বেশ কিছু নিয়ম। এদিন বিকেলে চৌদ্দ প্রকার শাক (চোদ্দো শাক) খেতে হয় এবং সন্ধ্যায় চৌদ্দটি প্রদীপ বা মোমবাতি জ্বালাতে হয়। এটি বিশ্বাস করা হয় যে অমাবস্যার রাতে বিদেহী আত্মারা নশ্বর পৃথিবীতে অবতরণ করেন।
পরের দিন চন্দ্র তিথির নিয়ম অনুযায়ী দীপান্বিতা কালী পুজো।
পুরাণ অনুসারে, ভূত চতুর্দশীর রাতে শিবভক্তরা বলেন, মর্ত্যরা পূজা করতে আসেন। সঙ্গে তার পরিচারক ভূত এসেছিলেন। চতুর্দশী তিথির পূর্ণিমায় চারিদিক অন্ধকার। ঘন অন্ধকারে বালি রাজার ভৃত্যরা যাতে ঘরে না ঢুকতে পারে তার ব্যবস্থা করা হয়েছিল প্রাচীনকালে।

।।তথ্য : সংগৃহীত।।