পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গার্লস স্কুল পূজোর ছুটি থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ গোটা স্কুল বাড়ি নতুন করে রং করা সিদ্ধান্ত নেয়। স্কুলের ভিতর গেরুয়া রঙের কাজ ইতি মধ্যে সমাপ্ত হয়েছে। বাইরের কিছুটা অংশ গেরুয়া রং করা হয়েছে তার পরেই উঠে আসে গুরুতর অভিযোগ। বিজেপির অভিযোগ যে গতকাল শাসকদলের কয়েক জন নেতা স্কুলে চড়াও হন গেরুয়া রং মুছে অন্য কালার করতে হবে। আজ দেখা গেল স্কুলের বাইরে গেরুয়া রং এর উপর অন্য কালার রং করা হচ্ছে। স্কুল-কলেজের কি রং হবে এটা স্কুলের বিষয় এখানে রাজনীতি, আমরা তীব্র প্রতিবাদ করছি। স্কুল পরিচালন কমিটির সম্পাদক তিনি বলেন যে আমরা ক্যাল লোক দেখে রং করতে বলি। কিন্তু রংমিস্ত্রি তা আলাদা কালার করেছে। বিষয়টি রং মিস্ত্রী কে জানানোর পর ওরা বাইরে যে কালার বলে ছিলাম ওই রং এর কালার করছে এতে কোন রাজনীতির অভিসন্ধি নেই। তৃণমূল কংগ্রেস বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।