পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে। বিজয়া সম্মেলন উপলক্ষে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, মন্ত্রী স্বপন দেবনাথ,বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার,জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা,রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা দেবু টুডু, বিধায়কগণ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সম্মেলনে হাজির হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার শহর ও বিভিন্ন ব্লকের বিধায়ক, ব্লক সভাপতি সহ আরও অন্যান্য পদাধিকারীগণ ও নেতা কর্মীরা।
এইদিন বিজয়া সম্মেলন এ হাজির হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বক্তব্যের শুরুতেই প্রণাম নিবেদন করেন মমতা বন্দোপাধ্যায়-এর উদ্দেশ্যে। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, কেন্দ্র সরকার অনুমোদন না দিলে একশো দিনের কাজ করানো যায় না। একশো দিনের কাজের মধ্যে একুশ লক্ষ তিয়াত্তর হাজার মানুষ যুক্ত আছে। আড়াই বছর ধরে তারা বকেয়া পায়নি। মেটিরিয়ালস এর জন্য প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা পাওয়া যায়, আর শ্রমিকদের জন্য দুই হাজার চারশো চুয়াল্লিশ কোটি টাকা বকেয়া। বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না। কেন্দ্র অনুমতি দিয়েছে বলে কাজ হয়েছে, আমাদের অধিকার আছে সেই টাকায়। অন্যান্য রাজ্য যদি পেয়ে থাকে তবে কেন পশ্চিমবঙ্গ পাবে না! আমরা অধিকারের লড়াই শুরু করেছি, যার নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দোপাধ্যায় এর সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায়। পাশাপাশি আবাস যোজনার ক্ষেত্রেও আমাদের বঞ্চনা করেছে কেন্দ্র।
Home রাজ্য দক্ষিণ বাংলা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান...