নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে কৃষ্ণনগরে বিজেপির বিক্ষোভ মিছিল। মহুয়া মৈত্রের কুশপুত্তলিকা নিয়ে মিছিল সহ দাহ করা হয়। শুক্রবার বিকালে কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে কৃষ্ণনগরপৌরসভার সামনে এসে শেষ হয় প্রতিবাদ মিছিলটি প্রতিবাদ মিছিলটি। সেখানে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পান্ডা সহ কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক ও বিজেপির জেলা নেতৃত্ব।