নিজস্ব সংবাদদাতা, মালদা, ৩ নভেম্বর: লোক সভার প্রস্তুতিতে নেমে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রস্তুতিতে নেমেছে জেলা প্রশাসনও। ইতিমধ্যে জেলা প্রশাসনের হেপাজতে মজুত থাকা ইভিএম প্রাথমিক পর্যায়ে যাচাই করা হয়েছে। জেলাশাসক নিতীন সিংহানিয়া বলেন, “ইভিএম রাখার গুদাম আজ পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যে অগাস্ট মাসে প্রাথমিক পর্যায়ে ইভিএমগুলিকে যাচাই করে রাখা হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচন থেকে এবছর আরও ১৩৯ টি বুথ বাড়ছে। তবে নির্বাচনের কমিশনের নির্দেশিকা অনুযায়ী অক্সিলারি বুথ করা হবে।”