স্থানীয় একাধিক অভিযোগ নিয়ে শান্তিপুর পৌরসভার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ ডেপুটেশনে, উপস্থিত জেলা সভাপতি।

0
95

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সামনেই কালীপুজো জগদ্ধাত্রী রাস, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছাতে গিয়ে গর্ত হওয়া নিয়ে শান্তিপুর বাসী অতিষ্ঠ, নিকাশি ব্যবস্থা, জঞ্জাল পরিষ্কার ডেঙ্গু সহ বিভিন্ন কাজের গাফিলতি তুলে আজ পুনরায় শান্তিপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন দিল বিজেপি। উপস্থিত রানাঘাটের বিধায়ক তথা নদিয়া দক্ষিণ জেলা বিজেপি সভাপতি পার্থসারথি চ্যাটার্জি , শান্তিপুর বিধানসভা কনভেনার সুব্রত কর, জেলা নেতৃত্ব স্বপন দাস ,ডঃ সোমনাথ কর, নদিয়া দক্ষিণের ইনচার্জ মনোজ কুমার বিশ্বাস, শহরের এক ও দশ নম্বরের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলরাম ঘোষ, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল, মন্ডল সভাপতি অমিত বৈরাগী সহ ভারতীয় জনতা পার্টির এবং শাখা সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা সভাপতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য তুলে ধরে বলেন এ রাজ্য সরকারের গোটা কেবিনেট আগামীতে জেলে থাকবে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকার হোক কিংবা পুরসভা পঞ্চায়েত দুর্নীতি এবং স্বজন পোষণের কথা এক সময় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বললেও সাধারণ নাগরিক তো বটেই বর্তমানে তাদের দলীয় কর্মীদের অন্দরেই এখন প্রধান চর্চিত এবং আলোচিত বিষয়। বিগত পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ গঠনে ভোট থেকে শুরু করে গণনা এমনকি সার্টিফিকেট কেড়ে নেওয়ার নিদর্শন রয়েছে। আর তার যোগ্য জবাব মানুষ দেবে আগামী ২৪ শে।
ছয় প্রতিনিধির এক দল এদিন শান্তিপুর পৌরসভায় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে চেয়ারম্যান সুব্রত ঘোষের কাছে একটি লিখিত অভিযোগ এবং দাবী সনদ জমা করেন।
এ প্রসঙ্গে অবশ্য চেয়ারম্যান জানান, তারা মাইকে অনেক চটকদারি সস্তা রাজনীতির কথা বললেও, এই পুরসভায় তাদের দুই প্রতিনিধি সহ যারা এসেছিলেন তাদের বোঝানো সম্ভব হয়েছে গৃহ আবাস যোজনা, এবং অন্যান্য কেন্দ্ররাজ্য মিলিত পরিষেবা কিভাবে ব্যাহত হয়ে রয়েছে। কিছু রাস্তার দাবী করেছেন তারা, সাধ্য মতন বিভিন্ন পৌর পরিষেবা নিয়ে আলোচনার করার পর তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সিবিআই প্রসঙ্গে তিনি বলেন তাদের সহযোগিতা করা হয়েছে, শান্তিপুর পুরসভা যে স্বচ্ছতার সাথে চলে তাও প্রমাণিত হয়েছে।