নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দিন কয়েক আগে একটি হোটেল ভাঙচুরের ঘটনায় বাধা দিতেই ঝামেলা শুরু হয়। হোটেল ভাঙচুরের ঘটনায় বাধা দিয়েছিলেন এথেলবাড়ি এলাকার এক ব্যাবসায়ী। এদিকে গত বুধবার ওই ব্যাবসায়ীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র হাতে চড়াও হয় ওই অভিযুক্ত। অভিযোগ, তিন রাউন্ড গুলি ছোড়ে ব্যাবসায়ীর উদ্দেশে। পরে অভিযোগ দায়ের হলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ওই অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ওই অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে ওই অভিযুক্তকে জেরা করে শনিবার ভোরে অভিযুক্তের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই অভিযুক্তের নাম মানিক হোসেন। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।