কবাডি খেলা নিয়মিত আয়োজন করা হলে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাটি এই প্রজন্মের কাছে জনপ্রিয়তা পাবে।

0
179

আবদুল হাই, বাঁকুড়াঃ গ্ৰামবাংলার ঐতিহ্যবাহী খেলা হল হা ডু ডু বা কাবাডি খেলা।পল্গীগ্ৰামে এই খেলা বেশি প্রচলিত ছিল। ভারতের বিভিন্ন রাজ্যে এই খেলা নানান নামে পরিচিত।যেমন মধ্যপ্রদেশ ও গুজরাটে হা টু টু,কেরলে ওয়ান্ডিকালি,বাংলায় হা ডু ডু। খোদ অজপাড়া গাঁয়ে বেশি প্রচলিত ছিল হা ডু ডু বা কাবাডি খেলা।সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় ঘরে বাইরে ভিডিও গেমের দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসেছে গ্ৰামবাংলার ঐতিহ্যবাহী খেলা গুলো।এক সময় গ্ৰামের শিশু থেকে শুরু করে বয়স্করাও দলবেঁধে বিকেল হলেই ছুটে যেত খেলার মাঠে। আর বিভিন্ন খেলাধূলায় মেতে থাকতো।আজ সেইসব অতীত।আর এখন শিশু থেকে শুরু করে কিশোরেরা হাতে হাতে মোবাইল নিয়ে গেম খেলায় ব্যস্ত হয়ে গেছে। বর্তমান প্রজন্মের অনেকেই হা ডু ডু খেলার নামই জানে না। আবার অনেকেই নাম শুনলেই হাসহাসি করে।হা ডু ডু খেলা খেলা পাঠ্যপুস্তকে আছে কিন্তু বাস্তবে নেই। হারিয়ে যাওয়া কবাডি খেলা দেখা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্ৰামে।এই খেলা দেখার জন্য মাঠের মধ্যে দেখা গেল আট থেকে আশি বছরের মানুষ।হারিয়ে যাওয়া খেলা গুলো নিয়মিত আয়োজন করলে তাহলে ঐতিহ্যবাহী খেলটি এই প্রজন্মের কাছে জনপ্রিয়তা পাবে আর সেই সঙ্গে আমরা ফিরে পাব হারিয়ে যাওয়া ঐতিহ্য।