জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে জেলার তিনটি ক্লাবকে পুরস্কৃত করা হলো। যে সকল ক্লাব সেফ ড্রাইভ সেভ লাইফ এই বিষয় টিকে জন সাধারণ এর সামনে তুলে ধরেছে সেরকম তিনটি ক্লাবকে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন জলপাইগুড়ি পুলিশ কনফারেন্স হলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান্ডাবাহলে উমেশ গণপাত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, dsp ট্রাফিক dsp dib শহ পুলিশের বিভিন্ন আধিকারিকেরা। এদিন এই প্রতিযোগিতায় তিনটে বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়। সেভ ড্রাইভ সেভ লাইফ এর উপর সেরা থিম এই বিষয়ে পুরস্কার লাভ করে টেকাতুলি কালির হাট মোর দুর্গা পূজা কমিটি, সেরা সচেতনতার সেভ ড্রাইভ সেভ লাইফ এই বিষয়ে পুরস্কার লাভ করে মহুরিপারা সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং সেভ ড্রাইভ সেভ লাইফ এর উপর সেরা এভারনেস ক্যাম্পেইনিং এই বিষয়টির উপর পুরস্কার লাভ করে পাতিলা ভাষা কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি। তিনটি পুজো কমিটির হাতে পুরস্কার সহ ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার জানান প্রতিবছরের ন্যায় এবারও আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ এর উপর পুরস্কার প্রদান করলাম তিনটি ক্লাবের হাতে আমরা এই পুরস্কার তুলে দিলাম।