নন্দীগ্রাম, নিজস্ব সংবাদদাতাঃ- দীপাবলি পার হলেই চড়তে শুরু করবে লোকসভা ভোটের পারদ। ইতিমধ্যেই ৫ রাজ্যের বিধানসভা ভোট। তার আগেই রাজ্যে লোকসভা ভোটের আবহ তৈরি হয়ে গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।শুভেন্দু অধিকারী বলেছেন এবং ডায়মন্ড হারকবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবে বিজেপি।তিনি প্রার্থী হবেন না তবে বিেজপির অন্য কাউকে দাঁড় করিয়ে ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাবেন। যেমনটা তিনি হারিয়েছিলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ডায়মন্ড হারবারেও সেরকমভাবেই মুখ পুড়বে তৃণমূল কংগ্রেসের।
একুশের বিধানসভা ভোটের আগেও একই ভাবে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলে শুভেন্দু। এবং নন্দীগ্রাম থেকে জিতেওছিলেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তমলুকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু।
তিনি বলেছেন, ‘ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তমলুকে এসে দাঁড়ান। গুনে-গুনে তমলুকে দেড় লক্ষ আর কাঁথিতে ৩ লক্ষ ভোটে হারাবো’। বিধানসভা ভোটের মতো এবার লোকসভা ভোটেও শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস েনত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
এবারের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র যে হাইভোল্টেজ হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। পর পর বেশ কয়েকবার এই কেন্দ্র থেকেই জয়ী হলে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। এবারের তার ভোটে দাঁড়াো আরও বড় চ্যালেঞ্জের মুখে প়ড়তে চলেছে। কারণ একদিকে শুভেন্দু অধিকারী যেমন চ্যালেঞ্জ করেছেন অন্যদিকে আবার আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকিও ডায়মন্ড হারবার থেকে দাঁজানোর সিদ্ধান্ত নিয়েছেন।