নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের ধলহারার বাবা বটেশ্বর মন্দির প্রাঙ্গণে, প্রতিবছরের ন্যায় এ বছরও ব্রতমাস উপলক্ষে নাম পরিক্রমা ও রাধাকৃষ্ণ মিলনমেলা অনুষ্ঠিত হলো। ধলহারার সমস্ত গ্রামবাসীদের সহযোগিতায় ও রাধা কৃষ্ণ মিলন মেলা কমিটির অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় দেখতে দেখতে এই মহামিলন মেলা ও হরিনাম সংকীর্তন ১০ বছরে পদার্পণ করল। এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, মকরামপুর রামপুরা জগন্নাথ মন্দির মঠ এর মহারাজ সদানন্দ দাস, এবং ধলহারা পাগলীমাতা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল কুমার ঘটক মহোদয়, ও ঝেঁতলা শশীভূষণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণ প্রসাদ চৌধুরী, ও সমাজসেবী পঙ্কজ পাত্র মহোদয়, ও হারু সেন, যুগলচন্দ্র অধিকারী। উপস্থিত ছিলেন রাধা কৃষ্ণ মিলনমেলার (সভাপতি) মদন ঘোষ, (সম্পাদক) অজয় দাস বাহাদুর, ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। রাধা কৃষ্ণ মিলনমেলা কমিটির সভাপতি মদন ঘোষ জানিয়েছেন, প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা বাবা বটেশ্বর মন্দির প্রাঙ্গনে সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে আমরা মহামিলন মেলা ও হরিনাম সংকীর্তন এর আয়োজন করিয়াছি, এবং এতে ধলহারা ও তার পারিপার্শ্বিক গ্রামের সমস্ত মানুষজন সহযোগিতা করেছেন, এবং আজ দুপুরে এই এই হরিনাম সংকীর্তন উপলক্ষে বাবা বটেশ্বর মন্দির প্রাঙ্গনে ২৫ থেকে ৩০ হাজার ভক্তের অন্ন মহোৎসব এর আয়োজন করা হয়েছে। এতে প্রচুর কৃষ্ণ প্রিয় ভক্তের সমাগম হয়েছে। তাই রাধাকৃষ্ণ মিলনমেলা কমিটির পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে জানাই, সবাই যেন এই অনুষ্ঠানের সামিল হয়ে, অনুষ্ঠানটিকে সুন্দর ভাবে সাফল্যমন্ডিত করে তোলে। সমস্ত দেশবাসীকে আমার পক্ষ থেকে সহস্র প্রণাম ও ধন্যবাদ জানাই।
Home রাজ্য দক্ষিণ বাংলা ধলহারার বাবা বটেশ্বর মন্দির প্রাঙ্গণে, প্রতিবছরের ন্যায় এ বছরও ব্রতমাস উপলক্ষে নাম...